পটুয়াখালীতে ৩য় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজী (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।গত শনিবার দুপুরে সোয়া ১টার দিকে কলাপাড়ায় পৌর সভার মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিম শিশু’র মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইসতিয়াককে আটক করেছে।
কলাপাড়া থানার ডিউটি অফিসার এসআই ইমরান হোসেন জানান, দুপুর ১টা ১৫মিনিটের সময় পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাদ্রাসা রোডে বসত ঘরে একা ছিল ওই শিশুটি। তার পরিবারের কেউ বাসায় না থাকায় ইসতিয়াক নামের ওই ব্যক্তি শিশুটিকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ইসতিয়াক পালিয়ে যায়।
এসআই ইমরান আরও জানান, এ ঘটনায় ইসতিয়াককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।