হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী গেইটের কাছে ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, এঘঠনায় আরো ১জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির বাড়ী ঢাকার ডেমরা এলাকায়, তবে তার নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল সদস্য তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী গেইটের কাছে এ সংঘর্ষে ঘঠে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে ২ টি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, হঠাৎ সামনের ট্রাকের একটি চাকা ফেটে গেলে পিছনে থাকা ১১-৫৭২৬ ট্রাকটি সজোরে এসে ধাক্কা দেয়, এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়।
আহতদেরকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল সদস্য উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত হেলপার ইমরানের বাড়ী বরিশালে। তবে চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি। রাত সাড়ে ১২ টার দিকে ট্রাকের চালক মারা যান।
এদিকে শনিবার বেলা ১ টা পর্যন্ত দেখা যায়, নিহত চালকের লাশ হাসপাতালের মেঝেতে অজ্ঞাত হিসেবে পড়ে আছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, নিহত চালকের মোবাইল থেকে তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা লাশ গ্রহণের জন্য রওয়ানা হয়েছেন।।