হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর গোলাম মোস্তফা নেতৃত্বে এএস,আই জিয়াউর রহমান সঈীয় একদল পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে ২৭(আগষ্ট) শুক্রবার ভোর রাতে শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো উপজেলা বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মৃত আঃ হাসিমের ছেলে মোঃ কাসেম মিয়া (৩৫) এবং শাহজাহানপুর ইউনিয়নে নাজিরপুর গ্রামের আবু সাইদ এর ছেলে মোঃ এনাম মিয়া ( ২৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন ও আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।।