রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুর থেকে আব্দুল আজিজ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচি নাজমা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম। নিহত আব্দুল আজিজ উপজেলার পারুল ইউনিয়নের সিদাম বাজার এলাকার ওসমান গনির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই আব্দুল আজিজ দাদি সালেহা বেগম এর আশ্রয়ে বেড়ে উঠতে থাকে। বুধবার বিকালে হঠাৎ আব্দুল আজিজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে পরিবার ও আশেপাশের লোকজনকে জানায় তার দাদি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকালে বাড়ির পাশের পুকুর পাড়ে আজিজের জুতা দেখতে পায় এলাকাবাসী। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২ টার দিকে আজিজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজিজের চাচি একই এলাকার নুরু মিয়ার স্ত্রী নাজমা বেগমকে আটক করে পুলিশ।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার চাচি নাজমা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।