র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালমনিরহাট-নাটোর অভিমুখে পিকআপের মাধ্যমে একটি বড় মাদকের চালান নাটোরে যাইতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। অদ্য ২৬ আগষ্ট ২০২১ ইং তারিখে ভোর ০৪:১৫ ঘটিকায় র্যাবের চেকপোস্টে মাদকবাহী পিকআপটি অবশেষে আটক হয়। পিকআপে থাকা মাদক ব্যবসায়ী ১। মোঃ হযরত আলী (৪০) (ড্রাইভার), পিতা-মোঃ হোসেন, সাং-নীলের কুঠি, ২। মোঃ আব্দুল মোতালেব@সাদ্দাম (২৩), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-নুসরত নাখেন্দা, উভয় থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রামদ্বয়‘কে মোট ৩৯ কেজি গাঁজা, ০১ টি পিকআপ (রংপুর-ন-১১-১৫৮৫), ০২টি মোবাইল, ০৩ টি সীমকার্ড, নগদ টাকা এবং পিকআপে থাকা ৩৩ বস্তা আলুসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।