নেত্রকোণার বারহাট্টা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য এস আই হাবিবুর রহমান নিহত হন।
২৬আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত হবিবুর রহমান বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ধোবাউরা উপজেলার বেতগাছিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান শুক্রবার (২৭আগস্ট)সকালে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল যোগে নেত্রকোণা-মোহনগন্জ সড়কে ডিউটিকার্যে ছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার সতরশ্রী এলাকায় একটি ভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন।
মূমুর্ষ অবস্হায় স্হানীয় লোকজন তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।