সাত বছর পেরিয়ে গেলেও উগ্রপন্থী বিকৃত মতাদর্শীদের হাতে খুনের শিকার মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম কোট বিল্ডিং চত্বরে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংরাদেশ ছাত্রসেনা চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ শাখা।গত ২৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে যুবসেনা ও ছাত্রসেনা নেতৃবৃন্দ বলেন, ইসলাম ছদ্ববেশী গোষ্ঠী উগ্রবাদী বাতিল মতাদর্শীরাই তালেবানি স্টাইলে এদেশে বিরোধীদের দমন-পীড়ন ও হত্যার পথ বেছে নিয়েছে।
যার দৃষ্টান্ত আহলে সুন্নাত নেতা মিডিয়া ব্যক্তিত্ব শাখয় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে খুন করে।তিনি ইসলামের সত্যিকার দর্শন এবং কুরআন সুন্নাহর সঠিক মর্মবানী মিডিয়ায় যুক্তিনিষ্ঠ ও তাত্ত্বিকভাবে তুলে ধরার কারণে দেশি বিদেশী জঙ্গি বাতিল গোষ্ঠির আক্রোশের শিকার হয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করে।আল্লামা ফারুকী (রহ.)পবিত্র রক্ত বৃথা যায়নি।সুন্নি মতাদর্শীর এখন দেশে যথেষ্ট সামাজিক ও ধমীয় শক্তি হিসেবে আবির্ভূত।বক্তারা বলেন,আল্লামা ফারুকী খুনের জড়িত ও পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন যুবসেনা নগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন,প্রধান অতিথি ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম।প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য ইকবাল জাহিদ।যুবসেনা নগর উত্তর সভাপতি হাবিবুল মুস্তফা ছিদ্দিকির সঞ্চালনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা গিয়াস উদ্দিন নেজামী,এডিএম আরুছুর রহমান,মাওলানা সোহাইল আনছারী,আলমগীর ইসলাম বঈদী,শাহাজাহান বাদশা,খোরশেদ আলম,বদরুল হুদা তারেক,এইচ এম মহিউদ্দিন,বশির আহমদ চৌধুরী,আমিন হোসেন লিটু,বেরাল রেজা,হুমাযুন কাইসার,হুমায়ন কবির,মোবারক হোসেন,মুহাম্মদ জামশেদ,মঈনুদ্দিন মোরশেদ,মোজাম্মেল হোসেন মাসুম প্রমুখ।