চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সহযোগিতাই রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লীগ (অ-১৫) ২০২১ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের অনুশীলন আজ ২৭ আগষ্ট সকালে স্থানীয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে শুভ উদ্বোধন হয়,উক্ত অনুশীলনে মাদারবাড়ী শোভানিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন’র সভাপতিত্বে সহ অর্থ- সম্পাদক সাইমন আহমেদ শাহেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই,এ কিশোর খেলোয়াড়রা আমাদের আগামী জাতীয় দলের নেতৃত্ব দিবো,লেখা পড়ার পাশাপাশি সুস্হ সুবল দেহ গড়তে হলো খেলাধুলার প্রয়োজন,এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের জন্য শুভ কামনা রইল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের পৃষ্ঠপোষক মোঃ মশিউল আলম স্বপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য, হারুন অর রশীদ, মোঃ আফসার উদ্দিন, আমির হোসেন মানিক, মোঃ শাহাবুদ্দিন, টিম ম্যানেজার মোঃ আজাদ, উপদেষ্টা কোচ সাইদুল আলম বুলবুল, কোচ নূর হোসেন দৌলত।