জামালপুরের সরিষাবাড়ীতে পাটের গোডাউনে আগুন লেগে ৭২০ মন পাট পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৫ শে আগষ্ট (বুধবার) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র ষ্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বুধবার রাতে বয়ড়া ব্রীজ পাড় এলাকায় ৭ জনের যৌথ মালিকানাধীন একটি পাটের গোডাউনে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বজ্রপাতের কারনে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোডাউনের মালিকেরা জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে খবর পাই আমাদের পাটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের এ গোডাউনে ৭২০ মন পাট মজুদ করা ছিলো। আগুন নেভাতে নেভাতে গোডাউন ঘর ও ঘরে রাখা ৭২০ মন পাট আগুনে পুড়ে যায়। এ অগ্নিকান্ডের ফলে আমাদের পাটের বর্তমান বাজার মূল্যে কমপক্ষে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।