২৬ শে আগষ্ট মময়মনসিংহ নগরীর জেলা পরিষদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সাংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের উদ্যেগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।তারা
কান্দা উপজেলার গোপালপুর বাজারে বীরমুক্তিযোদ্বা আব্দুল হেকিম এর পুত্র ইমামুল হক নান্টুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ময়মনসিংহ জেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বীর মুক্তি যুদ্বা সহ বিভিন্ন স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন। বক্তারা অতি দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযুদ্বা পরিবারে হামলা কারী সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান।মানববন্ধন কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্বা আব্দুর রব, বীরমুক্তিযোদ্বা কামাল পাশা সহ মুক্তিযোদ্ধা সন্তান গন,ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।