গত ২৫/০৮/২১ তারিখ সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটের সময় চিতলমারী থানার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের পূর্বপাড়া খালপাড় থেকে জনৈক ব্যাক্তিকে চিতলমারী থানা পুলিশ দশ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
আটক ব্যাক্তির নামঃ ১। মোঃ উজির বিশ্বাস (৪৫), পিতা- মৃত মুনছুর বিশ্বাস, সাং- চিংগুড়ি ( মধ্যপাড়া), থানা- চিতলমারী,জেলাঃ বাগেরহাট।
চিতলমারী থানার চৌকস অফিসার ফোর্স এর সমন্বয়ে গঠিত একটি কার্যকরী টিম মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গত ইং ২৫/০৮/২০২১ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটের সময় জনৈক আব্দুল হাকিম পিতা-মৃত বজলু দফাদার এর বাড়ির সামনে থেকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ বর্ণিত আসামিকে গ্রেফতার পূর্বক মাদকের ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেছে আজ সকালে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান সাহেব চমৎকার দৃষ্টি গোচর একটি শ্লোগান ছড়িয়েছেন থানা ব্যাপি, শ্লোগান টি হলো, “হয় মাদক ছাড়ো নয়তো চিতলমারী ছাড়ো। শ্লোগানটিকে ব্যাপক সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।