রংপুরে অপহরণ ও ধর্ষণের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী।
গত মঙ্গলবার সকালে রংপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে সেই শিক্ষার্থী জানায় , কলেজে যাতায়াতের সময় লালমনিরহাটের মহিষখোচা রসুলপাড়ার জনৈক আবুজালের পুত্র মনির হোসের (২৫) তাকে প্রেমের প্রস্তাব দেয় ।। তাতে ঐ ছাত্রী রাজী নাহলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর এক পর্যায়ে উক্ত মনির মেয়েটিকে গোপনে চট্টগ্রামে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে একটি ভাড়া বাসায় তোলে । সেখানে সে দু’দিনে একাধিকবার তার সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় ঐ ছাত্রী তাকে বিয়ের কথা বললে মনির তাকে বাড়ীতে গিয়ে বিয়ে করবে বলে একটি মাইক্রোবাসে করে লালমনিরহাটে পাঠিয়ে দেয়।
এ সময় মনির হোসেন তার সহযোগি আব্দুল হকের মোবাইল নম্বর দিয়ে বলে তার সঙ্গে যোগাযোগ করলে সে সব ব্যবস্থা করে দেবে।
ভূক্তভোগী শিক্ষার্থী আরও জানান, পরদিন ১৬ আগস্ট মোস্তফিতে নেমে আব্দুল হকের সাথে যোগাযোগ করে মহিষখোচা চৌধুরী বাজার এলাকায় তার বাড়িতে যান তিনি। কিন্তু তাকে বাড়িতে ডেকেও পালিয়ে যায় আব্দুল হক।
পরবর্তীতে নিরুপায়ে হয়ে ভূক্তভোগী লালমনিরহাটের আদিতমারী থানায় এ ব্যাপারে গত ১৯ আগষ্ট একটি অভিযোগ দায়ের করেন। যার নম্বর ২২২৫(৩)/১।
এখন পর্যন্ত প্রশাসন কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। বরং প্রতারক মনির হোসেন মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবাাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এর সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।