ময়মনসিংহের কেওয়াট খালিতে সিডনি হারবারের আদলে নির্মান হচ্ছে আর্চ স্টিল সেতুঃ
ময়মনসিংহে কেওয়াটখালিতে আর্চ স্টিল সেতু প্রকল্প অনুমো দন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ ২৪ আগস্ট ২০২১ খ্রিঃ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক কমিটির মিটিংয়ে এ অনুমোদন দেয়া হয়।পৃথিবীর সেরা উল্লেখযোগ্য ব্রিজগুলির একটি হলো অষ্টেলিয়ার সিডনি হারবার ব্রিজ।এবার স্বপ্ন নয় বাস্তবতার সামনে দাড়িয়ে আমাদের সোনার বাংলাদেশ।এবার এইরকম বিশ্বমানের ব্রিজ করার উদ্যেগ গ্রহন করেছে বাংলাদেশ। বিশ্বমানের প্রজেক্ট আর্চ ষ্টিল সেতুর প্রকল্প নিয়ে প্রানের ময়মনসিংহে যাত্রা শুরু করল উন্নয়নের অগ্রযাত্রা। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালিতে ব্রম্মপুত্র নদীর তৈরী হবে এ বিশ্বমানের ব্রিজ। ব্রিজটির অন্যতম বৈশিষ্ট্য হলো,এতে কোনো পিলার থাকবেনা।প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ৩ হাজার২৬৩ কোটি টাকা।নির্মানে ১ হাজার ৯৩০ কোটি ৬৯ লাখ টাকা ঋন সহায়তা দিবে চিনের আর্থিক
প্রতিষ্ঠান এআইআইভি।প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২১ থেকে জুন ২০২৫। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর ময়মনসিংহের সব কটি জেলা সহ এই অঞ্চলের জীবনমান,রাজধানী ঢাকার সাথে যোগাযোগ অধিকতর সহজ হবে।নগরের জানজট সমস্যা কমবে,পর্যটনের নতুনদ্বার সৃষ্টি
হবে,অর্থনৈতিক গতিশীলতা আনয়ন করবে বলে মনে নগরবাসী গন।