এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও স্থগিত থাকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আব্দুল আলীম বলেন, ইউনিয়ন পরিষদে যাবার পথে একদল দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশে আক্রমন করে। এ সময় তার সাথে থাকা গানম্যান ও অন্যান্যদের প্রতিরোধে হামলাকারিরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও চেয়ারম্যানের অনুসারীরা ইউনিয়ন পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন।
সভায় বক্তাব্য রাখেন জেলা পরিষদের সদস্য এসএম কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. টুকু শেখ, যুবলীগ নেতা শওকত হোসেন মোল্লা, ইউপি সদস্য বুলবুল আহমেদ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও চেয়ারম্যান আব্দুল আলিম।