বাগেরহাটের চিতলমারীতে জুয়ার আসর উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরান পুর মধ্যপাড়া গ্রামের মো: আসলাম মোল্লার বাড়ী থেকে সোমবার রাতে জুয়া খেলারতঃ অবস্থায় তিন জুয়াড়িকে আটক করেছে চিতলমারী থানার চৌকস একটি অস্ত্র মাদক জুয়া বিরোধী টিম।
আটককৃতদের নামঃ ১) মোঃ তরিকুল ইসলাম(২৪)
২) দেলোয়ার শেখ (২৬),
৩) নাজমুল শেখ(৩৫)
ধৃতদের বিরুদ্ধে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে নিয়মিত মামলা রুজু পুর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যপারে থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান জানান, বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করা হয়েছে।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন মাদক অস্ত্র জুয়া সহ যেকোন সমাজবিরোধী কাজে
কাউকে ছাড় দেওয়া হবেনা।