মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্দের অর্থ সোমবার(২৩ আগস্ট) বিকালে ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দরিরুল ইসলামের সুযোগ্য পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী সমির উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন।পিতার নির্বাচনী এলাকা রাণীশংকৈলের এক অংশে কাশিপুর ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রসা সহ গণ শৌচাগার নির্মাণের জন্য নিজেই এলাকা গুলো ঘুরে ঘুরে সরকারের বিশেষ বরাদ্দ থেকে অনুদান পাওয়া নগদ অর্থ বুঝে দিয়েছেন প্রতিষ্ঠান গুলোর কমিটির কাছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পুত্র মাজাহারুল ইসলাম সুজন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদ-কমিটির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। দবিরুল ইসমালাম এমপির বিশেষ বরাদ্দ থেকে নগদ মোট ১ লাখ ৮১ হাজার টাকা প্রদান করা হয়। যে সব প্রতিষ্ঠানে নগদ অর্থ তুলে দেওয়া হয়। কাদিহাট মোড়লবস্তী জামে মসজিদে ২১ হাজার ৫০০ টাকা, আলুবাড়ি আতাউর এর জামে মসজিদে ২১হাজার৫০০ টাকা, কাদিহাট বদিউর এর জামে মসজিদে ২১হাজার৫০০ টাকা, মহারাজা হাটের গণশৌচাগার নির্মাণের জন্য ৫০ হাজার টাকা, বড়নুনতোর জামে মসজিদে২১হাজার ৫০০ টাকা, নয়া বন্দর জামে মসজিদে ৪৫ হাজার টাকা। এসময় এমপিপুত্র মাজহারুল ইসলাম সুজন বলেন সরকারের থেকে বিশেষ বরাদ্দ পাওয়া প্রতিটি অর্থ প্রতিটি ধর্মীয় ও জনগণের কাজে ব্যবহার বিশেষ বিশেষ জায়গাই এই অর্থ পৌঁছে দেওয়া হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কথা মতো দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছে শেখ হাসিনা তার ধারাবাহিকতায় ঠাকুরগাঁও ২ আসন বাদ পড়বে না উন্নয়ন থেকে ইনশাআল্লাহ।