বাগেরহাটের চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে পানিতে ডুবে গত সোমবার (২৩ আগস্ট) নুসাইবা নামে ( দেড় বছরের )এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
মৃতাঃ নুসাইবা চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর ছোট মেয়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলা গ্রামের নিজ বাড়ির থেকে বড় বোনের সাথে শিশু নুসাইবা খাল পাড়ে আসে।
কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে বড় বোনসহ এলাকাবাসি অনেক খুঁজাখুঁজি করে। বেলা সাড়ে পাঁচ টার সময় মৃত অবস্থায় শিশুটির লাশ খালে ভেসে ওঠে। খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে তার স্বজনেরা।
নুসাইবার এমন অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান তার বাবা মা সহ পরিবার। শোকে স্তব্ধ এলাকাবাসী ।উল্লেখ্য যে গত একদিন আগেও জেলার শরণখোলা এলাকায় আরেক কন্যা শিশু পুকুরের জলে তলিয়ে মারা যায়।