ময়মনসিংহ মহানগরের টাউনহল চত্বরে ২২ শে আগষ্ট সকাল ১০ ঘটিকায়, প্রগতিশীল ছাত্রজোট ময়মনসিংহ এর ব্যানারে এই ব্যাতিক্রম ধর্মি প্রতিবাদ কর্মসুচী আয়োজন করে।প্রতিবাদ কর্মসুচীর প্রতিকি শ্লোগান ছিল অনলাইন নয়, রাজপথই হোক ক্লাসরুম, রাজপথে প্রতিবাদী ক্লাস।প্রতিবাদ কর্মসুচীতে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোট ময়মনসিংহের সভাপতি মোঃ আরিফ,অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল রাফি,মানিক, মোতাহার হোসেন সহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের প্রতি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার দাবী জানিয়ে বলেন স্কুল ,কলেজ বন্ধের কারনে আজ শিক্ষা ব্যাবস্থা হুমকির মুখে,তারা অবিলম্বে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার দাবী জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রগতিশীল ছাত্রজোটের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিবৃন্দ।