করোনাভাইরাস মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “মোংলা ছায়া সংগঠন” এর পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়।
রবিবার সকাল ১০ টায় মোংলা ছায়া সংগঠন’র অস্থায়ী কার্যালয় মৃত ব্যক্তির গোসল ও তাদের কবর খোড়া কাজে নিয়োজিত এমন কিছু ব্যক্তিদের মাঝে পিপিই প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, মোংলা ছায়া সংগঠনের সভাপতি নুর মোহাম্মাদ জোমাদ্দার, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ জোমাদ্দার বলেন, করোনা মোকাবেলায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলা করতে হবে। সবাইকে মাক্স ব্যবহার করে করোনা সংক্রমন প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।