বাগেরহাটে ১২ বছরের পালাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারঃ
বাগেরহাটে ১২ বছর পালিয়ে থাকার পরে মোঃ আনোয়ার শেখ (৩৭) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে বাগেরহাট থানা পুলিশ।
রবিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে।
২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজা হয় তার। এরপর থেকেই পালাতক ছিল আনোয়ার। দীর্ঘদিন পালিয়েও শেষ রক্ষা হল না তার, অবশেষে গ্রেফতার হলো এক যুগেরও বেশী পালিয়ে থাকার পর।
গ্রেফতারকৃত আনোয়ার বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের মোজাম শেখের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজা ছাড়াও তার নামে চুরি মামলা, বিস্ফোরক আইন ও বিশেষ আইনে মোট পাঁচটি মামলা রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ মাহমুদ হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাজা হওয়ার পর থেকে আনোয়ার শেখ পলাতক ছিলো। মাঝে মাঝে গোপনে সে বাড়িতে আসত। আমরা তার পিছনে দীর্ঘদিন ধরে সোর্স লাগিয়ে রেখেছিলাম। এরকমই এক কনফিডেনশিয়াল সোর্সের সংবাদের মাধ্যমে রবিবার গভীর রাতে আনোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হই।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।