২১শে আগষ্ট সন্ধায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমুদ পুর গ্রামের এক ৩ বছরের অবুঝ শিশু ভূলবসত কিটনাশক পাণ করায় তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার আমুদ পুর গ্রামের খোরশেদ মিয়ার ৩ বছরের শিশু পুত্র নোমান মিয়া গত শনিবার সন্ধার দিকে পরিবারের লোকদের অজান্তে কৃষিকাজের জন্য এনে রাখা ঘরে থাকা কিটনাশকের বোতল থেকে এই অবুঝ শিশুটি কিটনাশক পাণ করে।
এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় অবুঝ শিশুটি কিটনাশকের বিসক্রিয়ায় সাথে সাথেই গুরুতর অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক ভাবে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শিশু নোমানের মৃত্যু হয়।
এদিকে পরিবারের আবেদনের উপর ভিত্তি করে নান্দাইল থানা পুলিশ শিশুর লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেন।