গতকাল রাত্রে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বরণ
গতকাল রাত্রে অজ্ঞাত নামের অপরিচিত ছবির এই ব্যক্তিটি।পার্বতপুরী রেলওয়ে জংশন স্টেশনে। মৃত্যু বরণ করেন।উনার পরিচয় পাওয়া যায়নি। এই নিউজটি লেখার আগ মুহুর্ত পর্যন্ত। জানিনা এই মৃত্যু বরণ ব্যাক্তটির পরিচয়। কেউ সনাক্ত করতে সক্ষম হয়েছেন কিনা। যদি উনার নিকট আত্বীয় স্বজনের।পরিচয় এখনো না পেয়ে থাকেন। দয়া করে এই নাম ঠিকানাহীন, মৃত্যু বরণ করা ব্যক্তিটিকে যদি,উনার মুখমন্ডল দেখে। কেউ চিনতে পারেন। তাহলে পারবর্তীপুর রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ। অথবা ডিউটি অফিসারের সাথে।যোগাযোগ করতে বলা হল