নাসরিন আকতার ছবি (৩২) নামীয় নারী দুপুর ১টার দিকে মোরেলগঞ্জ ফেরী পার হবার পর আকস্মিকভাবে মারা যান। উল্লেখ্য যে তিনি প্রেগন্যান্ট ছিলেন। চিকিৎসার জন্য খুলনা যচ্ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃতার স্বামী বাগেরহাট জেলার, শরণখোলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও নবনির্বাচিত রায়েন্দা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন।
তিনি চোখের অপারেশনের ঢাকায় অবস্থান করছেন সহর্মিনীর এহেন অকাল মৃত্যু
খবর শুনে আজমল হোসেন মুক্তা শরণখোলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন বলে জানা যায়।
এমন মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।