যারাই এই জগন্য কর্মকান্ডের সাথে জড়িত।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।কোর জোর অনুরোধ করবো।তাদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির ব্যাবস্থা করা হোক।এরা জাতীর বিশাল বড় এক শত্রু।বঙ্গবন্ধু আর জাতীয় চার নেতাকে খুন করে।এরা এই বাংলাদেশটিকে।পাকিস্তানের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলো।এবং নিজেরা লুটতরাজ করে।এই বাংলাদেশটিকে ধ্বংস করতে চেয়েছিলো।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।আকুল আবেদন জানাবো।সব শয়তানদের ধরে ধরে।কঠিন পানিশমেন্টের ব্যাবস্থা করুন।