করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ই মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
এর পর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে দীর্ঘ সময় এই অস্বাভাবিক বিরতিতে শিক্ষার্থীদের পড়াশুনা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি মানসিক ভাবেও ভাল নেই তারা।
দেশের শিক্ষা ব্যাবস্থার এই দুর্বিষহ সময়ে
সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ না করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রতীকী ক্লাস নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
রবিবার (২২ আগস্ট) সকাল ১২ টায় প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্লাস অনুষ্ঠিত হয়। এই সময় ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ ক্লাসের মাধ্যমে ছাত্র জোটের নেতৃবৃন্দ সকলের জন্য করোনা টিকা নিশ্চিত করা, টিকা নিয়ে দূর্নীতি- অব্যবস্থাপনা বন্ধ, বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের টিকা প্রদান করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল প্রকার বেতন ফি মওকুফ করার জোর দাবি জানান।