ভয়াল,দুঃসহ ২১শে আগস্ট উপলক্ষে ময়মনসিংহ নগরীর জয়বাংলা চত্বরে মহানগর যুব মহিলা লীগ এর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সাবেক ছাত্রলীগ নেত্রী এবং বর্তমানে ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার লাকী এর নেতৃত্বে সন্ধ্যা ৬.৩০ টায় জয় বাংলা চত্বরে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল দিদি এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু এর সার্বিক নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা এ সময় বলেন,২০০৪ সালে ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে সারাদেশব্যাপি বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আল্লাহর অশেষ রহমতে সেইদিন প্রাণে বেচেঁ যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই নৃশংস হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভী রহমান সহ ২৪ জন নিহত হয়েছে আর প্রধানমন্ত্রী সহ প্রায় ৩০০ জন আহত হয়। গ্রেনেড হামলা জড়িত কুশিলব সহ সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগ এর পক্ষ থেকে নিহত সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রান্তিকা,রাবেয়া,স্নেহা সহ প্রমুখ ।