দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কুচিয়ামোড় কানজগাড়ী এলাকা ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃত আসামী হলেন-উপজেলার খিঁয়ার মামুদপুর (কাটাগাড়ী) গ্রামের সুন্দর মিয়ার পুত্র সাকিল (২৩)’কে হাতে নাতে গ্রেফতার পুলিশ। এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত’র দিক-নির্দেশনায় গতকাল শনিবার রাত সাড়ে নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) এরশাদ মিয়া’র নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কুচিয়ামোড় কানজগাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক কারবারী সাকিল (২৩)’কে হাতে নাতে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক আসামী মমিনুর ইসলাম চেন্টু সু-কৌশলে পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তি টিভিকে বলেন, এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি(২)/২৫-ডি ধারায় রুজু করা হয়েছে। মামলা নং ২৩, তারিখ: ২২.০৮.২০২১ইং। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।