টাউনহল শহীদমিনার প্রাঙ্গনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যেগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৫ টায় টাউনহল শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে । ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ও হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি বীরমুক্তিযোদ্বা অ্যাডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সম্মানিত সহসভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর যুবলীগ আহবায়ক শাহিনুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা তাদের বক্তব্যে ২১শে আগষ্টের ভয়াবহ দুঃসহ হামলার নিন্দা জানান এবং হামলার কুশিলবদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এছাড়া সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।