ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২১ শে আগস্ট শনিবার সন্ধ্যায় শিবদিঘি চেয়ারম্যান মার্কেটে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে গ্রেনেড হামলায় নিহত এবং আহতদের স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রভাষক শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন।পদবঞ্চিত আওয়ামী লীগ কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক মেয়র বহিস্কৃত যুবলীগের সভাপতি আলমগীর সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রুকুনুর ইসলাম ডলার, যুবলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী, যুবলীগ নেতা শাহ নেওয়াজ শানু সহ সকল স্তরের পদবঞ্চিত নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।