২০০৪ সালের নারকীয় ২১শে অগাস্ট গ্রেডেন হামলায় মাননীয় প্রধান মন্ত্রীকে হত্যার চেষ্টা ও মহিলালীগ নেত্রী বেগম আইভি রহমান সহ ২৪জন নিহতের ঘটনার প্রতিবাদ ও তাদের রুহের মাগফেরাত কামনায় বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে বিকেলে রেল রোড দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড: শাহ ই আলম বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব এর সঞ্চালনায় উক্ত সভায় দিনের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন,সহ সভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,এ্যাড: আলী আকবর,সরদার সেলিম আহম্মেদ,ডা: মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু,নকিব নজিবুল হক নজু,দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়,পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম,সদর উপজেলা সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু,জেলা কৃষকলীগ সভাপতি শেখ আবুল হাশেম শিপন,মহিলালীগ সম্পাদিকা মিসেস জোবেদা মান্নান,জেলা সম্পাদিকা এ্যাড: শরিফা খানম,যুব মহিলা লীগের সভানেত্রী এ্যাড: লুনা সিদ্দিকী।সভায় নেতৃবৃন্দ ২১শে অগাস্ট গ্রেডেন হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।