মোংলায় জেলেদের মধ্যে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকারের সহায়তার বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার চিলা ইউনিয়নের ৫৬০ জেলেকে জনপ্রতি ৮৫ কেজি করে চাল দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ করেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. আতাউর রহমান সহ ইউনিয়ন পরিষদের সব সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
৫৬০ জন জেলেকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকারের সহায়তার অংশ হিসেবে এ চাল দেওয়া হয়েছে।