গত ইং-১৯/০৮/২১ তারিখ সন্ধ্যা ১৯ঃ ০৫ ঘটিকার সময়ে চিতলমারী থানার একটি চৌকস দল ২নং কলাতলা ইউনিয়নের চিংগুড়ি বাজারের নুরুল ইসলাম শেখ এর সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০ গ্রাম (মাদকদ্রব্য) গাঁজা সহ আসামি ১। মোঃ হিরন শেখ (২৩), পিতা-হাসিবুর রহমান @ সোনা শেখ, সাং-চর চিংগুড়ি, থানা- চিতলমারী, জেলা-বাগেরহাটদেকে গ্রেফতার পূর্বকমাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করে।
বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) সাহেবের এর সার্বিক দিকনির্দেশনায়, চিতলমারী থানার অফিসার ইনচার্জ জনাব, এ এইচ এম, কামরুজ্জামান খান এর নেতৃত্বে চিতলমারী থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাজা সহ আটক করেন।
ওসি কামরুজ্জামান সাহেব বলেন, এরকম অভিযান পরিচালনা অব্যাহত থকবে। তিনি সকল অবৈধ মাদক বিক্রেতা ও সেবনকারীদের উদ্যেশ্য হুশিয়ারী উচ্চারণ করে বলেন, “ হয় মাদক ছাড়তে হবে অথবা চিতলমারী ছাড়তে হবে”।
চিতলমারী থানা এলাকার জনগণের চাওয়া পুলিশ যেন মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলে।