টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ মো. তোফাজ্জল শিকদার (৫৬) ও মো. ময়নাল হোসেন মেম্বারকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (২১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে আইসড়া-একঢালা পাকা রাস্তা থেকে মো. তোফাজ্জল সিকদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।
অপরদিকে আইসড়া বাজার থেকে ০৬ (ছয়) গ্রাম হেরোইনসহ মো. ময়নাল হোসেন ওরফে মেম্বারকছ (২৮) হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
এ বিষয়ে বাসাইল থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান।
তিনি বলেন, গ্রেফতারকৃত তোফাজ্জল সিকদারের বিরুদ্ধে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ ধারায় এবং ময়নালের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, মাদক আইনে আসামী মো.ময়নালকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে দেশীয় অস্ত্র মামলার আসামী তোফাজ্জল সিকদারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।