শেরপুর সদর উপজেলার
মোবারকপুর ব্রিজ হতে যোগিনীমুরা নামাপাড়া আবুল হাসেম সাহেবের বাড়ি সংলগ্ন ২০০০ মিটার রাস্তাটিতে প্রতিদিন কমপক্ষে ১৫০০ থেকে ২০০০ মানুষের যাতায়াত, প্রায় প্রতি বর্ষায় এই জায়গায় ভাঙনের মুখে পরে শুরু হয় চরম জন-দুর্ভোগ। যোগিনীমুরা গ্রামবাসীর প্রাণের দাবী রাস্তাটি পাকাকরণ হোক।
যোগিনীমুরা গ্রামবাসীর জন-দুর্ভোগ নিরসনে ভাঙনের স্থানটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি৷