জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে গতকাল সকাল ৮ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বাদ জুমা চেরাগী পাহাড়স্থ শাহ আনিস মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৭ জন তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনার লক্ষে খতমে কোরআন,মিলাদ মাহফিল ও মুনাজাত করা হয়।
বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহানগন জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সভাপতিত্বে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা কমান্ডার এস.এম.নুরুল ইসলাম।তিনি তার বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে বাঙ্গালি জাতি ও বাংলাদেশকে ইতিহাস থেকে মুছে ফেলার একটি পদক্ষেপ।
এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নুর মোহাম্মদ, মো.রিয়াজ, মো.আমির হোসেন,সৈয়দ রাসেদ সোলেমান, মো.হাসান, মো.নুর হোসেন, মো.শাজাহান, মো.শাহাদাত হোসেন, আমজাদ হোসেন, আমির হোসেন, ফরহাদ মোস্তাফা, নিজাম উদ্দিন, মো.ইমরানসহ প্রমূখ।