টাঙ্গাইলের যুবলীগ নেতা হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলায় টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বাসায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০/১২টি মামলা রয়েছে। এর মধ্যে যুবলীগের দুই নেতাসহ বেশ কয়েকজনকে হত্যা, পৌরসভার মেয়রকে মারপিট, ধর্ষনের চেষ্টা ও চাঁদাবাজি উল্লেখ্যযোগ্য। বৃহস্পতিবার তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন এক যুবক। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তার বিশ্বাস বেতকা বাসার দ্বিতীয় তলা ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছাদের কম্পলের ভেতরে লুকিয়ে রাখা একটি নাইন এমএম ও একটি ৬.৬২ পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান অব্যাহত রয়েছে।