মোরেলগঞ্জে কর্মহীন জেলেদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ১৬৭ জেলে পরিবারের জন্য পাওয়া দ্বিতীয় বরাদ্দের ৩০ কেজি করে চাল তাদের হাতে তুলে দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা থেকে বিরতিকালীন জেলেপ্রতি ৮৬ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ২ আগষ্ট প্রথম দফার বরাদ্দ থেকে সকলকে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়। আজ দেওয়া হলো ২য় বরাদ্দের ৩০ কেজি করে চাল। ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, প্রথম দফায় বরাদ্দ কম থাকায় ৫৬ কেজি করে দেওয়া হয়। ঐ সময় অনেকে চাল আত্মসাতের অভিযোগ তোলেন যা সঠিক ছিলোনা। ৬৫ দিনের বিরতিতে সকল জেলে ৮৬ কেজি করেই চাল পাবেন।
সহায়তা পাওয়া জেলেরা প্রধানমন্ত্রীর এই উপহার আনন্দের সাথে গ্রহন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীরোগ ও দীর্ঘায়ু কামনা করেন।