ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচালিত হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত। নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়ার কারনে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১৯ আগষ্ট ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন এলাকার নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায় , এই ঘটনায় এক ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত টিম অভিযুক্ত কে জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, এ সময়ে সাধারণত এডিস মশার কারনে তৈরি সংক্রমণে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ডেঙ্গু জ্বর প্রতিরোধে কোন প্রতিষ্ঠান বা নির্মাণাধীন দালানে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়,তাহলে অভিযুক্ত ভবনের মালিক কে আইনের আওতায় আনা হচ্ছে। আমরা রুটিন অংশ হিসেবে নিয়মিত এ অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।একই দিনের অভিযানে পুলিশলাইন এলাকার জেলখানা রোডে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে এক ভবন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।