বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে ১৭ ই আগষ্ট নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৭ আগষ্ট ২০০৫ সনে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন পোগ্রামে
সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন, বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মাসুম, আজিজুর রহমান ইমন, সদর উপজেলার আহবায়ক কামরুজ্জামান কাওসার, জাতীয় পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন সুজন, মোখলেসুর রহমান ভাষানী, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তাসফির আলম রাহাত সহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পযার্য়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আব্দুল আউয়াল মিন্টু। মানব বন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।