মোল্লাহাট উপজেলা, বাগেরহাটের শাসন গ্রামের এক লোক নারিকেল গাছে উঠে আর জীবিত গাছ থেকে নামতে পারেনি। মৃতের নাম নিজার লস্কর (৫২)। ঐ ব্যক্তি মঙ্গলবার আনুমানিক দুপুর দুইটার সময় নিজ বাড়ির ৬০ ফুট উঁচু নারিকেল গাছে নারিকেল পাড়তে ওঠার পর গাছের মাথায়ই তার মৃত্যু হয়।
পরে সংবাদ পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে পৌনে এক ঘন্টার চেষ্টায় তার মৃত দেহ নিচে নামাতে সক্ষম হয়।
এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা নিজার লস্করের মৃতদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিজার লস্কর শাসন গ্রামের মৃত আউয়াল লস্করের ছেলে।
স্থানীয় উপস্থিতরা জানান জোহরের নামাজ শেষে দুপুরবেলা খাওয়ার পর আনুমানিক দুপুর দুইটার দিকে সে নারিকেল পাড়তে ঐ গাছে ওঠে। সে গাছ থেকে নারিকেলও ফেলে গাছের তলায়। তার ছোট ভাই নারিকেল বাড়িও নিয়ে আসে।
তারপর দীর্ঘ সময় সে বাড়িতে না ফেরায় তাঁকে খুঁজতে পরিবারের লোকজন ঐ গাছের নীচে আসে। এক পর্যায়ে তারা নিজার লস্করের নিস্তব্ধ নিথর দেহ গাছের মাথায় দেখে হা হুতাশ শুরু করে।
পরে জনৈক প্রতিবেশী গাছে উঠে এই মর্মে নিশ্চিত হয় যে, সে মারা গেছে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আধঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজার লস্করের মৃতদেহ সফলভাবে নিচে নামাতে সক্ষম হয়।
পরে নিয়মানুসারে নিজার লস্করকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে।
এ সংবাদ লেখা পর্যন্ত নিজার লস্করের মৃতদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছিল।