বাগেরহাট জেলা উগ্রবাদ-
সহিংসতা প্রতিরোধ কমিটি (পিভিই)-র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৪ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে হাঙ্গার প্রজেক্টের বিল্ডিং রেজিলেন্স এ্যাগাইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজ্ম (ব্রেভ) প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাকিমের সভাপতিত্বে সভায় উগ্রবাদ-সহিংসতা প্রতিরোধ কমিটি, বাগেরহাট জেলা সভাপতি কেএম হাফিজ, সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম আজাদ, সদস্য এসএস শোহান, ব্রেভ প্রকল্পের জেলা সমন্বয়ক নাজমুল হুদা, উপজেলা সমন্বয়ক হাফিজুর রহমান, ব্রেভ প্রকল্পের মেন্টর, ব্রেভ প্রকল্পের স্বেচ্ছাসেবকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উগ্রবাদ-সহিংসতা প্রতিরোধ করে সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ গড়ার বিষয়ে নানা করনীয় দিক আলোচনা করা হয়।