অন্যায় যে করেন আর অন্যায় যে সহেন।উভয়ী সমান সমান অপরাধী।পাপ তার বাপকেউ। ছাড় দিয়ে কথা বলেনা।সিলেটের ভয়ঙ্কর এক মাকলাস।আসামের অনুপ চেটিয়া।ও পরশ বড়ুয়ার একযোগী সহোযোগী সন্ত্রাসী তোতা মিয়া।অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে।সিলেট জেলার চিহ্নিত সন্ত্রাসী।মাদক সম্রাট নারী কেলেঙ্কারী ভুমি দস্যু খুনি।সিলেট জেলার গণমাধ্যম কর্মীদের।হত্যার পরিকল্পনা দাতা এবং হুমকিদাতা।দুইজন মামলার।বহুদিন যাবৎ পলাতক আসামি তোতা মিয়া।অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে গ্রেফতার হলেন।আমি সালমান এই জগন্য কুলাঙ্গার বাচ্চার।তাদের আদেশ ক্রমে।গ্রেপ্তার হবার কারণে।তাদেরকে অন্তরের অন্তর স্থল থেকে।রিদয়ের গহীন থেকে সেলুট জানাই।সাথে এই নরপিচাশের।কঠিন থেকে কঠিন ও তরো।শাস্তির দাবি জানাচ্ছি।মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপরটির জন্য।উনার কাছে বিণীত কর জোর অনুরোধ জানাচ্ছি।(এই নিউজটি সামনে আরো বিস্তারিত ভাবে আসবে)।