ঠাকুরগাঁওয়ে ৪ বছরের এক কন্যাকে শিশু কে ধর্ষণের মামলায় জীবন সেন(১৩) নামের ১ জন কিশোরকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।
বুধবার(১৮ আগস্ট) ভোরে ওই কিশোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ওসি তানভিরুল ইসলাম। এর আগে ধর্ষণের ঘটনায় ১৭ আগস্ট মঙ্গলবার বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন কন্যা শিশুটির বাবা।
গ্রেফতারকৃত কিশোর জীবন সেন(১৩)সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া গ্রামের বিমল সেনের ছেলে।
মামলার বিবরণে যানা যায়,গত ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জামুরীপাড়া এলাকায় বাসার পাশে বিমল সেনের বাসায় খেলতে যায় ওই শিশুটি। পরে তার বাসায় কেউ না থাকার সুযোগে বিমলের ছেলে জীবন সেন ওই শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় জীবন সেন। পরবর্তীতে বিষয়টি শিশু টি তার মাকে অবগত করলে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ওসি তানভিরুল ইসলাম বলেন,তাৎক্ষণিক এই মামলার আসামী জীবন সেনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সাথে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।