সাংবাদিক এই দেশের কর্ণধার।আর মাথার মুকুট এবং মগজ।প্রতিনিয়ত অনবরত সাংবাদিকের উপরে।যে নির্যাতনের হামলার শীকার হচ্ছে।তা প্রধানমন্ত্রী কোনো ভ্রুক্ষেপ ও নেই।আর কোনো জড়ালো কোনোই।এই ব্যাপারে ভুমিকা দেখিনা না।গতকাল ১৭.০৮.২০২১ দৈনিক সময়ের সমীকরণের রানার উপরে।সন্ত্রাসী হামলা হয়েছে।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে,এই সাংবাদিক ভাইটি।আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ আর ঘৃণা জানাই অন্তর থেকে।এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে।এই জানোয়ার বাচ্চাদের।আইনের আওতায় এনে।কঠিন থেকে কঠিন তরো।শাস্তি ব্যাবস্থা করা হোক।