ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ১৬ই আগষ্ট এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ির কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর দিকনির্দেশনায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি আব্দুল মালেক (৪০)কে ১৬ আগষ্ট বিকালে ফুলপুর উপজেলার মধ্য সাহাপুর এলাকা থেকে এই মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ির কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ফনফলা গ্রামের আবুল হাসেমের পুত্র। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ আজ ১৭ আগস্ট ২০২১ খ্রিঃ মঙ্গলবার গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ি আবদুল মালেককে বিজ্ঞ আদালতে প্রেরন করেছেন।