হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
সোমবার সকাল পৌনে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পণ্যবাহী ট্রাকটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর পাওয়ার প্লান্টের সামনে শায়েস্তাগঞ্জগামী অটোরিকশাকে চাপা দেয় ওই ট্রাকটি।
এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।