“৭১ এর খুনি, রাজাকার, যোদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যারা পালিয়ে আছে তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। তাদের কুটনৈতিক ভাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে” । আজ রবিবার সকালে জামালপুেেরর সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এম.পি।
তিনি আরও বলেন, বাঙালি জাতির সর্বশেষ ঠিকানা ছিল বঙ্গবন্ধু শেখ মজিবর বহমান। পাকিস্থানী শাসন আমলে বাঙালি জাতি নির্যাতিত ও সকল ক্ষেত্রে বঞ্চিত হয়েছে।
এসময় কালো ব্যস ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা যাপন, দলিয় ও জাতীয় পতাকা উত্তোলন, রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হারুন-আর রশিদের সঞ্চালনায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।