বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা চত্বরে নবনির্মিত ম্যুরালে সর্বসাধারণের পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর মুর্যালে সর্বসাধাণের শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, দোয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়।
আজ রবিবার ১০টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এস.এম মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ার মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার মো. আলী হাসান, থানর ওসি মো. মনিরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আফরোজা আক্তার লিনা, মাকসুদা আক্তার, ডা. মো. কামাল হোসেন মুফতি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
ইহা ব্যাতিতও মোরেলগঞ্জের ঐতিহাসিক কাপুড়িয়া পট্টি শহীদ মিনার চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ও বক্তা স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।