বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা এলাকার গুলিশাখালি বাজার থেকে ইয়াবাসহ এক যুবাকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
আজ শনিবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলিশাখালী বাজারে অভিযান চালিয়ে
এক যুবাকে ০৮(আট) পিস ইয়াবা দখলে থাকা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে র্যাব ৬ এর চৌকস টিম।
গ্রেফতারকৃত যুবার নাম মুরাদ মৃধা (২৮) পিতাঃকামরুজ্জামান পলাশ, গ্রামঃ গুলিশাখালি, থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট।
র্যাব বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় এজাহার প্রদান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে র্যাবের তরফ থেকে এক প্রেসনোটে জানানো হয়েছে।
র্যাব ৬ এর এমন অভিযানের ফলে এলাকার সুশীল লোকদের মাঝে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। তাদের অভিমত এমনভাবে নিয়মিত ঝটিকা অভিযানের ফলে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীরা প্রতিনিয়ত ভয়ের মধ্যে থেকে হয় এলাকা ছাড়া হবে নয়তো সংশোধন হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ৯৯৯ এ ফোন করে এদের সংবাদ দিলে অভিযান আরো বেশী বেশী ফলপ্রসূ হবে বলে এলাকার বোদ্ধা মহলের আশা।