কালের সর্ব শ্রেষ্ঠ মহানায়ক।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা।এখনো বৈদেশে পলাতক রয়েছে।পলাতক খুনীদের নাম হচ্ছে। কর্নেল আবদুর রশীদ, শরীফুল হক সেলিম, মোসলেম উদ্দিন,রাশেদ চৌধুরী ও এবিএস নূর চৌধুরী।বঙ্গবন্ধুর বেশীর ভাগ খুনী।কোন দেশে পালিয়ে আত্মগোপনে আছেন।তা বর্তমান সরকার।খুব সহজেই শনাক্ত করতে সক্ষম হয়েছেন।কানাডা ও যুক্তরাষ্ট্রে পলাতক দু’জন খুনীকে।বাংলাদেশে ফিরিয়ে দিতে।ইতিমধ্যে দুই দেশের রাষ্ট্র প্রধানের কাছে।আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের সরকার।অতী জড়ালো বা জোর কুটনৈতিক তদবীরের মাধ্যমে।আত্মগোপনে পালিয়ে থাকা।বঙ্গবন্ধুর সব খুনীদের।দেশে ফিরিয়ে এনে।ফাঁসির রায়ের কার্যকরের মাধ্যমে।পিতৃহত্যার কলঙ্কের কালিমার অধ্যায় শেষ করে।বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে।জড়ালো পরিশ্রমের প্রচেষ্টা অব্যাহত আছে।